“গেম এখন তার অভ্যাস হয়ে উঠেছে”
মা-বাবার বড় সন্তান তাহমিদ আদিত্য। ছোটবেলা থেকেই অনেক আদর যত্নে বড় হয়েছে। বর্তমানে সে ৭ম শ্রেণীর একজন অনিয়মিত ছাত্র। লেখাপড়ায় মেধা না খাটালেও সে “গেমস” এ ভালো মেধা খাটায়। বর্তমানের একটি অন্যতম জনপ্রিয় মোবাইল গেম হভছে PUBG. এই পাবজি গেম জনপ্রিয় হওয়ার পর থেকেই তাহমিদ আদিত্য এই গেমস এ আসক্ত হয়ে পরে। প্রতিদিন ৫/৬ ঘন্টা গেম না খেললে তার চলেই না। আজ রোজ শুক্রবার সে তার ওজন মাপাতে গিয়ে দেখলো তার ওজন ১০ কেজি কমে গেছে। সে-তো পুরাই অবাক। সে তার বন্ধুদের এই কথা জানালো। এখনতার মোটা বন্ধুরাও পাবজি গেম বেশি বেশি করে খেলছে শুধুমাত্র ওজন কমানোর আশায়।
Please follow and like us: