আজ ৬-ই জুলাই রোজ শনিবার জিম এর নতুন কলেজের অরিয়েন্টেশন ক্লাস এর অনুষ্ঠান সংঘটিত হয়। দীর্ঘ ২ ঘন্টা বক্তৃতা শুনার পর জিম ক্লান্ত হয়ে যায়। সে বারবার অর্তনাদ করছিলো যেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। কিন্তু অবশেষে সে জানতে পারলো যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবেনা। এই কথা শুনে সে খুবই কষ্ট পেল। সে ভেবেছিলো নাচগান হবে, তার তালে তালে সবাই নাচবে। আর নাচার ফাঁকেফাঁকে সে তার ক্রাশ কে দেখবে। বাট যখন তার সকল স্বপ্ন ভেংগে গেলো তখন সে পাগলের মতো আচরণ শুরু করে দিল। সে তার কলেজের আইডি কার্ড, টাই খুলে ফেলে এবং চেয়ার থেকে উঠে সে নিজে নিজে নাচা শুরু করে দিল। তার নাচ দেখে সকল ছেলে-মেয়েরা হাসতে শুরু করে দিল। অতঃপর লজ্জা পেয়ে জিম বের হয়ে গেলো অনুষ্ঠান শেষ না করেই। অনুষ্ঠান শেষে যখন জিম তার ক্রাশ এর সাথে কথা বলতে যায় তখন তার ক্রাশ জিজ্ঞেস করে “তুমি কি পাবনা থেকে এসেছো?” একথা বলার পর সকল মেয়েরা তাকে নিয়ে উপহাস করতে লাগলো। অতঃপর লজ্জা লুকাতে না পেরে জিম তার ব্যাগ এর ভিতর মাথা দিয়ে পুকুরে লাফ দেয়। তারপর কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে তার বাসায় পৌছে দিয়ে আসে।

নতুন কলেজে নরসিংদীর জিম কে দেখে একি করলো কলেজের মেয়েরা
Please follow and like us: